হাওজা নিউজ এজেন্সি: বুধবারের আলোচনায় মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। তারা গাজা সামরিকভাবে দখল ও সেখানকার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার জায়নিস্ট শাসনের অবৈধ ও অপরাধমূলক পরিকল্পনার তীব্র নিন্দা জানান।
মিশরের পররাষ্ট্রমন্ত্রী এ সময় কাতারের সহযোগিতায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য তার দেশের সর্বশেষ প্রচেষ্টার অগ্রগতির বিষয়ে ইরানকে অবহিত করেন।
অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানসহ বেশ কয়েকটি দেশের আনুষ্ঠানিক অনুরোধে আগামী সপ্তাহে জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি এ বৈঠককে ফিলিস্তিনি জনগণের সহায়তায় সমন্বিত অবস্থান গ্রহণ এবং জায়নিস্ট শাসনের যুদ্ধবাজ নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন। বিশেষত, তিনি সতর্ক করে বলেন যে তথাকথিত “গ্রেটার ইসরাইল” পরিকল্পনা ইসলামী-আরব ভূমি দখলের এক ভয়াবহ ষড়যন্ত্র।
আপনার কমেন্ট